Wednesday, April 10, 2019

রাফালে যুদ্ধ বিমান চুক্তি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল বিজেপি সরকার। কেন্দ্রের আবেদন খারিজ করে রাফালে চুক্তি গোপন নথিকে প্রমাণযোগ্য দস্তাবেজ বলে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই নথির ভিত্তিতে রাফালে মামলার পুনর্বিচারের আবেদনের শুনানি হবে বলে জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। গত ১৪ মার্চ কেন্দ্রীয় সরকার গোপন নথির ভিত্তিতে রাফালে মামলার শুনানির বিরোধিতা করে। দুপক্ষের বক্তব্য শুনে সেদিন রায় দেয়নি আদালত। কেন্দ্রের দাবি ছিল এতে সরকারের বিশেষাধিকার ও গোপনীয়তা লঙ্ঘিত হবে। একই সঙ্গে রাষ্ট্রের সুরক্ষার সঙ্গেও আপস হবে এই পদক্ষেপে। কেন্দ্রের দাবি, রাফালের ওই নথি প্রতিরক্ষা মন্ত্রক থেকে বিনা অনুমতিতে ফটোকপি করা হয়েছে। এর ফলে দেশের সুরক্ষা, সার্বভৌমত্ব ও বন্ধুরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক প্রভাবিত হয়েছে। কেন্দ্রের দাবি, যে নথি চুরি করা হয়েছে তাতে রাফাল বিমানের আঘাত হানার ক্ষমতা সম্পর্কিত অত্যন্ত গোপন তথ্য রয়েছে।

রাফালে যুদ্ধ বিমান মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার - Ganashakti Bengali

No comments: