Tuesday, November 5, 2013

পিন্টু বিশ্বাস একটি নাম। শব্দ-শহিদের তালিকায় সপ্তম নাম। ১৯৯৭ সালে দীপককুমার দাসের মৃত্যুতে যে তালিকার সূচনা হইয়াছিল, পিন্টু বিশ্বাস সেই তালিকায় নবতম সংযোজন। তিনিই শেষ, এমন আশা করিবার বিন্দুমাত্র কারণ পশ্চিমবঙ্গে নাই। তাঁহার পূর্বে যে ছয় জন শব্দবাজির প্রতিবাদ করিয়া নিহত হইয়াছিলেন, তাঁহাদের এক জনের আততায়ীরও শাস্তি হয় নাই। শাস্তি হইতে পারে, পুলিশ এমন মামলাই সাজাইতে পারে নাই।

আনন্দবাজার পত্রিকা - সম্পাদকীয়

No comments: