Sunday, August 18, 2013

সরকারের কাছে প্রমাণ নেই, তাই `শহীদ` নন ভগত সিং

সরকারের কাছে প্রমাণ নেই, তাই `শহীদ` নন ভগত সিং


ভগত সিং। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র। ভারতের কমিউনিস্ট আন্দোলনের সূচনা ভাগের সদস্য। ১৯৩১-এ মাত্র ২৩বছর বয়সে ভারতের ব্রিটিশ সরকারের নির্দেশে দুই সঙ্গী রাজগুরু ও সুখদেবের সঙ্গে ফাঁসি হয় ভগত সিংয়ের। সারা দেশ তাঁকে শহীদ ভগত সিং নামে চিনলেও স্বাধীনতাত্তোর ভারতে সরকারি খাতায় কলমে শহীদ নন ভগত সিং। 

অবাক করার মত হলেও এই তথ্যই সত্যি। 

চলতি বছরের এপ্রিলে ভগত সিংয়ের নাতি যাদবেন্দ্র সিং তথ্য জানার অধিকার আইনে ভগত সিং, রাজগুরু আর সুখদেবকে কবে শহীদ স্বীকৃতি দেওয়া হবে জানতে চাওয়া চান।

আর তাতেই সামনে এসেছে অদ্ভুত এক তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে ভগত সিং যে শহীদ হয়েছিলেন সেই রকম কোনও প্রমাণ খাতায় কলমে সরকারের কাছে নেই। তাই নাকি তাঁকে শহীদ স্বীকৃতি দেওয়া হয়নি। 

No comments: